আ’লীগের ২ ‘বিদ্রোহী’ প্রার্থীকে দল থেকে বহিস্কার
পিবিসি নিউজঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১ নং খট্রামাধবপাড়া ও ২ নং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে সমর্থন না পেয়ে নিজেদের ‘বিদ্রোহী’ প্রার্থী ঘোষণা করায় দু’জনকে বহিস্কার করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাহের আলী মন্ডল স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়।
বহিস্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাওছার রহমান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শাদো।
চিঠিতে উল্লেখ করা হয়, জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রেরিত নৌকা প্রতীকের বিরুদ্ধাচারণ করে ১ নং খট্রামাধবপাড়া ও ২ নং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে চাওয়ায় সুস্পষ্ট ভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন ও স্থানীয় নেতৃবৃন্দকে উপেক্ষা করে গঠনতন্ত্র পরিপন্থী কাজ করেছেন। সে জন্য আওয়ামী লীগের হাকিমপুর উপজেলা শাখার যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক ২৮ অক্টোবর থেকে তাদেরকে নিজ নিজ সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পরে দল থেকে চূড়ান্ত বহিস্কারের জন্য জেলার মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়