ফেলে যাওয়া এক লক্ষ টাকা ফিরিয়ে দিলেন সিএনজি চালক
0
0
0
পিবিসি নিউজঃ মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুরের সিএনজি (অটো) চালক কুশল মাদ্রাজি সততার এক জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করলেন। রবিবার দুপুর ২টার দিকে ফেলে যাওয়া এক লক্ষ টাকা পৌর মেয়রের মাধ্যমে টাকার প্রকৃত মালিক আলিজান বিবি নামে ঐ মহিলার হাতে ফিড়িয়ে দিলেন।
জানা যায়,রবিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে আলিজান বিবি নামে এক মহিলা ভানুগাছ বাজার হতে নিজ বাড়িতে যাওয়ার পথে সিএনজিতে ফেলে যাওয়া প্রায় এক লক্ষ টাকা। সেই টাকা ফেরত দিয়ে এই দৃষ্টান্ত স্থাপন করেন সিএজি চালক কুশল মাদ্রাজি।
তবে ফেলে যাওয়া টাকার মালিক আলিজান বিবি বলেন, আমার কিছু বলার নাই,সিএনজি চালকের প্রতি আমি সারাজীবন ঋণী হয়ে থাকবো।
তার এই সততার মুগ্ধ হয়ে তাকে আর্থিক ভাবে পুরস্কৃত করেন কমলগঞ্জ পৌরসভা মেয়র মো. জুয়েল আহমদ।