মুশফিককে কারণ দর্শানোর নোটিশ
পিবিসি নিউজঃ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তানের বিপক্ষে মিরপুরে চলমান টি-টোয়েন্টি সিরিজে দলে না থাকা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে মন্তব্য করেছিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক। কেনো তিনি মিডিয়ায় এমনটি করেছেন, সে জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ক্রিকেট বোর্ড।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা।
পাকিস্তান সিরিজে মুশফিকের না থাকা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, আমাদের পরপর চারটি টেস্ট আছে। পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু। তার পরপরই নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ আছে। মুশফিক আমাদের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা চাচ্ছি মুশফিক যেন সেরাটা দিতে পারে। এ জন্য তাকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।
কিন্তু মুশফিকের দাবি বিশ্রাম নয় তাকে পাকিস্তান সিরিজে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে।
এসব মন্তব্য করে মুশফিক আচরণবিধি ভেঙেছেন বলেই মনে করছে বিসিবি। যে কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।