ভারতে শ্মশানে যাবার পথে ১৮ যাত্রী নিহত
পিবিসি নিউজঃ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে শ্মশান যাত্রী বহন করা একটি গাড়ির ধাক্কায় ১৮ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হন অন্তত ২০ জন
শনিবার মধ্যরাতে রাজ্যের নদীয়া জেলার হাঁসখালিতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ১৮ জনের মধ্যে ১০ জন পুরুষ, সাত জন জন নারী এবং শিশু (৬) রয়েছে।
পুলিশ জানায়, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার পারমদন ফরেস্ট এলাকার শিবানী মুহুরী নামে এক ষাটোর্ধ্ব নারীর মৃত্যু হয় শনিবার রাতে। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী, নবদ্বীপ শ্মশানে দাহ করার জন্য একটি গাড়িতে করে ওই নারীর মরদেহ নেওয়া হচ্ছিল। ওই গাড়িতে ৪০ জন শ্মশান যাত্রী ছিলেন। রাত ২টা নাগাদ নদীয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি খেলার মাঠের কাছে রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রাজ্য সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে শ্মশান যাত্রীদের গাড়ি। বিকট শব্দ শুনে ছুটে আসেন আশপাশের গ্রামবাসীরা। তারাই প্রাথমিক ভাবে উদ্ধার কাজ শুরু করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। গ্যাস কাটার দিয়ে গাড়ির বিভিন্ন অংশ কেটে বের করা হয় মৃতদেহ।
স্থানীয়দের দাবি, অন্তত ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।