ভারতকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়
0
0
0
পিবিসি নিউজঃ এশিয়া কাপ আরচারির বিশ্ব র্যাঙ্কিং স্টেজ-১ রিকার্ভের মিশ্র দলগতে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশে। শনিবার ফাইনালে ভারতকে ৫-৩ সেটে হারিয়েছেন রোমান সানা ও নাসরিন আক্তার জুটি।
এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে মালয়েশিয়া। চলতি আসরে এই প্রথম স্বর্ণ পদক জেতে বাংলাদেশ।
থাইল্যান্ডের ফুকেটে সেমিতে তারা কাজাকিস্তানকে ৬-০ সেটে হারিয়ে ফাইনাল ওঠে। কোয়ার্টার ফাইনলে স্বাগতিক থাইল্যান্ডকে একই ব্যবধানে হারায় বাংলাদেশ।
নাসরিনের আরেকটি স্বর্ণ জয়ের সুযোগ রয়েছে। রিকার্ভ মহিলা এককে তার প্রতিপক্ষ বাংলাদেশের দিয়া সিদ্দিকী। তাই এই ইভেন্টে স্বর্ণ ও রুপা দুটি পদকই পাচ্ছে বাংলাদেশ।