জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: এলডিপি
পিবিসি নিউজঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বলেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক হাতিয়ার হিসেবেই দুদক এ মামলাটি চালু করেছে। এর পেছনে ক্ষমতাসীনদের চক্রান্ত রয়েছে। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এলডিপির সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন এসব কথা বলেন।
দুদকের দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে জোবায়দা রহমানের লিভ টু আপিলের আবেদন খারিজ করে দিয়ে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশনা দিয়েছেন আপিল বিভাগ। এ সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে এলডিপি।
আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘২০০৭ সালে এফডিআর করা ওই অর্থ যখন জমা হয়, তখন এই সম্পদের বিবরণ দিতে হবে, এমন কোনো বিষয় রাষ্ট্রীয়ভাবেই গুরুত্বপূর্ণ হয়নি। এমনকি তখনকার সময়ে অনেক পেশাজীবীও বৈধ উপার্জনের মধ্য দিয়ে এফডিআর বা সঞ্চয়পত্র করলেও তা প্রদর্শনের বাধ্যবাধকতার বিষয়টি তাদের অজানা ছিল। যদিও জানার পর উক্ত আয়কে অনেকেই জরিমানা দিয়ে অর্থ বৈধ করেছেন। এ বিষয়ে জনগণকে যথাযথভাবে অবহিত না করার কারণে এর দায় আয়কর বিভাগের ওপরই বর্তায়।’
বিবৃতিতে অভিযোগ করা হয়, দেশের অর্থ পাচার করে কানাডায় লুণ্ঠনের স্বরাজ কায়েম ও বেগমপাড়া প্রতিষ্ঠা পেলেও এসব দুর্নীতি তদন্তে দুদকের কোনো আগ্রহ নেই। কারণ, সরকারপন্থীরা এসব লুণ্ঠনে জড়িত। আর তাই জোবায়দা রহমানের বিরুদ্ধে যে মামলার কার্যক্রম শুরু হলো, তা নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চক্রান্ত।