‘মন্ত্রী–এমপিরা দেশের সম্পদ লুট করে বেগমপাড়ায় পাঠাচ্ছেন’
কর্মসূচিতে পুলিশি বাধার সমালোচনা করে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকায় আপনারা বেতন নেন। সরকারের পেটোয়া বাহিনীর মতো আচরণ করবেন না। সারা দেশে আমিসহ ৩৫ লাখ বিএনপির নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। আমরা যদি সিদ্ধান্ত নিই, আগামীকাল থেকে আর আদালতে যাব না, রাজপথে মোকাবিলা করব, তখন কিন্তু শরীরের ইউনিফর্ম (পোশাক) রক্ষা করতে পারবেন না।’
সম্প্রতি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল, সেটি আজ ভূলুণ্ঠিত। দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে এমন জায়গায় পৌঁছেছে যে দেশের অনেক মানুষ এখন দুবেলা খেতে পারছে না
খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক কমিটির আহ্বায়ক আবুল কালামের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য রকিবুল ইসলাম।