নিউইয়র্ক টাইমস স্কোয়ার লাইভ ভিডিও I Times Square I Travel video I #PBCTravels #PBC24TV
#Times_square, #Travelvideo, #Sightseeing, #TravelUSA, #LOVENYC, #NewYorkInformation
Times Square, New York Live
“টাইম স্কয়ার” হল নিউ ইয়র্ক শহরের কেন্দ্রস্থলে অবস্থিত প্রধাণ মিশ্র সাংস্কৃতির মিলনভূমি, ব্যবসাস্থল ও পর্যটন কেন্দ্র। ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিলবোর্ডে যেমন ছড়াছড়ি, ঠিক তেমন থিয়েটার হাবও বলা হয় একে। আবার পর্যটকদের মূল আকর্ষণ টাইম স্কয়ার। সাধারণতঃ প্রতিদিন প্রায় তিন লাখের বেশী পর্যটকের আনাগোনা টাইমস স্কয়ারে । বর্ষবরণের রাতে এই সংখ্যা আরো বেশী হয়ে থাকেন।
টাইমস স্কয়ার মূলত ম্যানহাটানের ৪২ স্ট্রীট থেকে ৪৭ স্ট্রীট, পর্যন্ত বিস্তৃত যা পাশের ব্রডওয়ে, সেভেন্থ অ্যাভিনিউ, ম্যানহ্যাটান ইত্যাদি জায়গাগুলির সাথে সংযোগ রেখেছে।
১৯০০ শতকের শেষভাগের দিকে হাডসন নদীর কাছাকাছি অবস্থিত এই স্থানটি ঠিক ব্রিটেনের লঙ্গ অ্যাকর স্থানের মতোই ঘোড়া আমদানি, রপ্তানি ও ঘোড়ায় টানা গাড়ির ব্যবসাস্থল ও যন্ত্রাংশ তৈরির শিল্পস্থান হিসেবে গড়ে উঠেছিল। এর ফলে খুব দ্রুত এই জায়গার উন্নতি শুরু হয়। একে একে থিয়েটার, রেস্তোরা ও বহুতল নির্মিত হতে শুরু করে। ধীরে ধীরে পট পরিবর্তন হতে থাকে এবং তৈরী হয় আজকের এই টাইমস স্কয়ার।
১৯০৪ সালে, অ্যাডলফ ওখস তার খবরের কাগজ “নিউ ইয়র্ক টাইমস” এর প্রধান কার্য্যালয় ৪২ তম স্ট্রীটের নবনির্মিত একটি বহুতল ভবনে নিয়ে আসেন। এর নাম হয় টাইমস বিল্ডিং। এই নিউ ইয়র্ক টাইমস, টাইমস বিল্ডিং- এ যাওয়ার পর থেকেই, এই জায়গাটি নতুন ভাবে পরিচিত হতে থাকে “টাইম স্কয়ার” বলে। সরকারী ভাবে অবশ্য “টাইম স্কয়ার” এই নামটি ৮ই এপ্রিল ১৯০৪ থেকে চালু হয়ে যায় । প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এই স্থানের উন্নতি আরো তাড়াতাড়ি হয়। বিভিন্ন নামী থিয়েটার, হোটেল, রেস্তোরা, সঙ্গীত কেন্দ্র সমৃদ্ধ “টাইম স্কয়ার” এখন নিউ ইয়র্কের প্রধাণ সাংস্কৃতিক, ব্যবসায়িক , পর্যটন পীঠস্থান ।
মজার কথা হল, নিউ ইয়র্ক টাইমস এর সদর দপ্তর এরপরে ১৯১৩ সালে সেই বহুতল থেকে সরে গিয়ে অন্য জায়গায় স্থিত হলেও এই জায়গাটি আজও “টাইম স্কয়ার” হিসেবেই রয়ে গেছে। পুরানো টাইম বিল্ডিংটি এরপরে দুবার নাম পরিবর্তন হয়ে এখন ওয়ান টাইম বিল্ডিং নামেই পরিচিত, যার ছাদে প্রতি বছর বর্ষবরণ রাতে এক বিশালাকার আলোকিত গোলক দ্বারা বর্ষবরণ ( টাইম স্কয়ার বল ) দেখতে বহু মানুষের সমাগম হয়।
Please “SUBSCRIBE” our PBC Travels Youtube channel:
https://www.youtube.com/channel/UCAN9O5kIL2195BXX6f0fbgw
And hit the BELL ICON for all upcoming videos.
PBC English news youtube Channel:
https://www.youtube.com/c/PBCnewsUSA?sub_confirmation=1
PBC Bangla news channel:
https://www.youtube.com/c/Probashibarta?sub_confirmation=1
News website:
PBC news English site:
www.PBC24.com
#PBC24TV, #PBCBangla, #PBCnewsUSA, #Probashibarta