আবুল বাসার: নিবেদিত একজন জাতীয়তাবাদী সৈনিক।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মেধাবী ছাত্রছাত্রী নিয়ে হিজবুল বাহার জাহাজ নিয়ে সাগর ভ্রমণে গিয়েছিলেন ১৯৮০ সালে। সেই জাহাজে কর্মরত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পক্ষথেকে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব পালন করেছিলেন জনাব আবুল বাসার। সেই থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি একজন নিবেদিত জিয়ার সৈনিক ও বর্তমানে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা।
১৯৮০ সালে তিনি বাংলাদেশ শিপিং কর্পোরেশনে কর্মরত অবস্থায় হিজবুল বাহার প্যাসেঞ্জার জাহাজের নিরাপত্তায় কর্মরত ছিলেন। খুব কাছে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা ও বিচক্ষণতা দেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশনে কর্মরত থাকায় তাৎক্ষণিকভাবে কোন প্রকার দলীয় দায়িত্ব পালন করতে না পারলেও যুক্তরাষ্ট্র প্রবাসী হয়ে ১৯৮৩ সালে “যুক্তরাষ্ট্র বিএনপি” গঠনের ছিলেন একজন সক্রিয় সদস্য। তখনকার সময়ে বিভিন্ন সভাসমাবেশ ও ব্রুকলিন বিএনপি কমিটি গঠনের দায়িত্ব পালন করেন। এছাড়া নিউইয়র্ক স্টেট্ বিনপি গঠন ও সভাপতি হিসাবে দায়িত্ব পালন ছিল তার জীবনের অন্যতম রাজনৈতিক সফলতা।
জনাব আবুল বাসার জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বর্তমানে জিসাস যুক্তরাষ্ট্রের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন । বাংলাদেশ জাতীয়তাবাদী দেশনেত্রী দল এর প্রধান সমন্বয়কারী হিসাবে দেশ ও প্রবাসে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা বিএনপি সমর্থিত সকল কার্যক্রমে নিজেকে নি:স্বার্থভাবে সম্পৃক্ত করেন। এমন একজন নেতার সফলতা কামনা করে তার জীবনের বিস্তারিত তুলে ধরছি।
দীর্ঘ চল্লিশ বছরের রাজনৈতিক ইতিহাসে প্রথমেই তিনি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সক্রিয় সদস্য, ১৯৯১ সালে ব্রুকলিন বিএনপির প্রথম কমিটিতে প্রচার সম্পাদক, দ্বিতীয় কমিটিতে সহকারী সাধারণ সম্পাদক, তৃতীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক পরবর্তীতে যুক্তরাষ্ট্র বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক নির্বচিত হন। জিসাস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ এন্ড আমেরিকান সোসাইটি’ গঠন করে মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান তৈরী করে নিয়েছেন। বর্তমানে তিনি এই সংগঠনের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
ব্যবসায়িক কারণে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে বর্তমানে বসতি স্থাপন করায় ইতোমধ্যে গঠন করা বাফেলো বিএনপির প্রধান উপদেষ্টা হিসাবেও দায়িত্ব পালন করছেন তিনি। দেশ বিদেশে এমন একজন নেতার সফলতা আরো বৃদ্ধি পাবে সেই জন্য সৃষ্টি কর্তার কাছে আমাদের প্রার্থনা।