রাজধানীতে বিএনপির মশাল মিছিল
পিবিসি নিউজঃ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘কটূক্তির’ প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় এই মিছিল বের করা হয়। মিছিলটি এয়ারপোর্ট রুট প্রদক্ষিণ করে সেখানে সমাবেশ হয়।
সমাবেশে রিজভী বলেন, ‘সরকারের সময় শেষ হয়ে গেছে। তাই প্রধানমন্ত্রী উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন। সাবেক ৪ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে এমন বক্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত নয়, চরম প্রতিহিংসার বহিঃপ্রকাশ।’
তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি। সাবেক রাষ্ট্রপতি ও রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের স্ত্রী। তাকে নিয়ে কটূক্তি করায় দেশের জনগণ চরম ক্ষুব্ধ। দেশকে রক্ষার জন্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো মুহূর্তে রাজপথে দুর্বার গণআন্দোলন গড়ে তুলে সরকারকে বিদায় করা হবে।’