সাবেক স্বামীর ছুরিকাঘাতে বর্তমান স্বামী নিহত
পিবিসি নিউজঃ নাটোরে এক গৃহবধূর সাবেক স্বামীর ছুরিকাঘাতে বর্তমান স্বামী রাকিব হোসেন (২৪) নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার সময় নাটোর রেল স্টেশনের ফুটওভার ব্রিজে এই হত্যার শিকার হন তিনি।
নিহত রাকিব হোসেন (২৪) শহরের চক বৈদ্যনাথ নূরুপাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মানিকের ছেলে রাসেল একটি মাদক মামলায় অনেক দিন থেকে নাটোর কারাগারে ছিলেন। এই সময়ে তার স্ত্রী সাথী বেগমের সাথে সখ্যতা গড়ে ওঠে রাকিব হোসেনের। একপর্যায়ে স্বামী কারাগারে আটক থাকা অবস্থায় তাকে তালাক দিয়ে রাকিব হোসেনকে বিয়ে করে সাথী। মঙ্গলবার সন্ধ্যায় কারাগার থেকে ছাড় পান গৃহবধূর সাবেক স্বামী স্থানীয় সন্ত্রাসী কাটা রাসেল হিসেবে পরিচিত রাসেল হোসেন।
স্থানীয়রা বলেন, বুধবার দুপুরে তিনি রাকিব হোসেনকে ডেকে নাটোর রেল স্টেশনে কথা বলেন। একপর্যায়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির সূত্রপাত হয়। হাতাহাতির একপর্যায়ে রাসেল বর্তমান স্বামী রাকিব হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা রাকিব হোসেনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। আমরা অভিযুক্তকে আটকের চেষ্টা করছি।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, আগের শত্রুতার জের ধরে প্রতিবেশী পার্থ নামে এক যুবক রাকিব হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে চকবৈদ্যনাথ বাজার এলাকায় নিয়ে স্থানীয় সন্ত্রাসী রাসেল হোসেন ওরফে কাটা রাসেল রাকিবকে বুকের ডান ও বাম পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়।