রাশিয়া ইউক্রেনের ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে: জেলেনস্কি
পিবিসি নিউজঃ ‘রাশিয়া বর্তমানে ইউক্রেনের ভূখণ্ডের প্রায় ২০ শতাংশ নিয়ন্ত্রণ করছে- এটি বেলজিয়াম, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস চেয়ে অনেক বেশি।’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (২ মে) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
লুক্সেমবার্গের পার্লামেন্টে জেলেনস্কি বলেন, ‘প্রায় ১ লাখ ২৫ হাজার বর্গ কিমি এখন মস্কোর হাতে। এর মধ্যে ক্রিমিয়া ও পূর্ব ইউক্রেনের কিছু অংশ রয়েছে যা রাশিয়ান প্রক্সি বাহিনী ২০১৪ সালে দখল করেছিল। যা ইউক্রেনের ভূখণ্ডের প্রায় ৭ শতাংশ ছিল।’
জেলেনস্কি বলেন, বর্তমান ফ্রন্টলাইনটি এক হাজার কিলোমিটারেরও বেশি সময় ধরে প্রসারিত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় এক কোটি ২০ লাখ ইউক্রেনীয় বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে এবং এরমধ্যে ৫০ লাখের বেশি যাদের বেশিরভাগ নারী ও শিশু বিদেশে পালিয়েছে।
এ সময় জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ান বাহিনী ৩০ হাজারের বেশি সেনা হারিয়েছে।