বিএনপিকে চ্যালেঞ্জ দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা খাদ্যমন্ত্রীর
পিবিসি নিউজঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বিএনপি যদি নিয়ামতপুরে একটিও নিদর্শন দেখাতে পারে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। একটি বিল্ডিং এর নিদর্শন, একটি মসজিদের নিদর্শন, একটি মন্দিরের নিদর্শন, একটি ইউনিয়ন পরিষদের বিল্ডিং এর নিদর্শন, একটি রাস্তার নিদর্শন বা একটি স্কুল মাদ্রাসার বিল্ডিং এর নির্দশন যদি থাকে আমি আর রাজনীতি করবো না।’
সোমবার দুপুর ১টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদের নবনির্মিত হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলার উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে শেলাই মেশিন, খাটিয়া ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খাদ্যমন্ত্রী বলেন, ‘যারা কিছুই দিতে পারে নাই, তাদের বড় বড় কথা শুনতে কিন্তু আমার নিয়ামতপুর, পোরশা, সাপাহারের জনগণ অভ্যস্ত নয় এবং আশা করি তারা শুনবেও না। তাই আমি আহ্বান জানাবো, জনগণের ভোটের হাতিয়ার শেখ হাসিনার পক্ষে গর্জে উঠুক বার বার।’
তিনি বলেন, ‘বিএনপি বলে ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেক বার। এই শ্লোগানই প্রমাণ করে বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র তারাই করেছে, জিয়াউর রহমান করেছে। যার কারণে তারা এখনও বলে ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। আর আমরা বলি জনগণের ভোটারে হাতিয়ার শেখ হাসিনার পক্ষে গর্জে উঠুক বার বার।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম ও অফিসার ইন-চার্জ হুমায়ন কবির।
উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) বজলুর রশীদের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমীর আব্দুল্লাহ মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোসাদ্দেকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মাহবুবুর আলম, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা আ’লীগের সাবেক সদস্য আলহাজ্ব আবেদ হোসেন মিলন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, হাজিনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, পাড়ইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশীদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য সিরাজুল ইসলাম, ইমরান ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে নয়টি ল্যাপটপ, প্রজেক্টর, ১৬০টি শেলাই মেশিন ও ৫০টি খাটিয়া বিতরণ করা হয়। এছাড়া ঐচ্ছিক তহবিল থেকে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এর আগে উপজেলার মাসিক সমন্বয় সভা, মাসিক-আইন শৃংখলা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।