সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠার প্রত্যাশা যুক্তরাষ্ট্রের
PBC News: যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে বাংলাদেশের মানুষ শেষ পর্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার নির্বাচন করতে সক্ষম হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস সোমবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।
নেড প্রাইস বলেন, বাংলাদেশে রাজনৈতিক প্রক্রিয়া ও পরবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী নাগরিক অংশগ্রহণের প্রত্যাশা করে।
সম্প্রতি শেখ হাসিনা হুমকি দিয়েছেন সরকার বিরোধী আন্দোলন করলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ফের কারাগারে পাঠানো হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবিলম্বে তার মুক্তির আহ্বান জানানো হবে কি না, এমন প্রশ্নের উত্তরে নেড প্রাইস বলেন, আমাদের বৈদেশিক নীতির কেন্দ্রে রয়েছে গণতন্ত্র ও মানবাধিকার। বাংলাদেশ সরকারসহ সারা বিশ্বের সব সরকারের কাছে আমরা নিয়মিত এই বিষয়গুলো উত্থাপন করি।
তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং রাজনৈতিক প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণ, আইনের শাসন মেনে চলা এবং সমগ্র বাংলাদেশিদের জন্য মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সুরক্ষার আহ্বান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সব সময়ই করা হয়ে থাকে।
জনগণের শান্তিপূর্ণভাবে সমাবেশ, নিরাপদে উদ্বেগ প্রকাশ করার স্বাধীনতা ও বিরোধী দলগুলো ভয়ভীতি ও দমন-পীড়নের সম্মুখীন না হয়ে যেন প্রচারণা চালাতে পারে, তার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান থাকবে যুক্তরাষ্ট্রের।