লালমনিরহাটে ভারতীয় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
পিবিসি নিউজঃ আবারো সীমান্তে ভারতীয় হানাদার বিএসএফ-এর গুলিতে প্রাণ হারিয়েছে দুই নিরীহ বাংলাদেশী। লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে মঙ্গলবার (৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটায় এই ঘটনা ঘটে।
সীমান্তে ভারতীয় বিএসএফ নিরীহ বাংলাদেশীদের এভাবেই হত্যা করলেও কোন প্রতিবাদ নেই সরকার ও বিরোধী দল গুলোর পক্ষ থেকে। সরকার ও বিরোধী দল গুলোর এমন নীরবতায় ভারত এমন হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে।
মঙ্গলবার দিবাগত রাতে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন লোহাকুচি সীমান্তে দায়িত্বে থাকা ১৫ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক সুবেদার মো. গফি।
নিহতরা হলেন, আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ওয়াসকুরুনী (৩২) ও একই এলাকার ঝাড়িরঝাড় গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (৩০)।
আদিতমারীর ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী গণমাধ্যমকে জানান, লোহাকুচি সীমান্তের ৯২১/২২ নম্বর পিলার এলাকায় রাতে এই গুলির ঘটনা ঘটেছে।
বিএসএফ ৭৫ ব্যাটালিয়নের কৈমারী বটফর ক্যাম্পের সদস্যরা বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে দুই যুবককে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে আনোয়ার ও ওয়াসকুরুনী নামে দুই রাখাল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিএসএফের গুলিতে নিহতদের বাড়িতে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।