ফুল ব্রাইট স্কলার্শীপ নিয়ে ইউনিভার্সিটি অব আরিজোনায় পড়ার সুযোগ পেলেন খালেদ বিন ওয়ালিদ আলবি
হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধি: মেধাবী ও আদর্শবান শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদ আলবি ফুলব্রাইড স্কলার্শীপ নিয়ে ইউনিভার্সিটি অব আরিজনায় পড়ার সুযোগ পেয়েছেন। খবর বাপসনিউজ।
সফ্টওয়ার ইন্জিনিয়ার বিষয়ে ইউনিভার্সিটি অব আরিজোনায় পড়ার জন্য খালিদ বিন ওয়ালিদ আলবি চার বছরের স্নাতক (সন্মান ) কোর্সে বৃত্তির জন্য আবেদন করলে উক্ত বিশ্ববিদ্যালয় তা মন্জুর করেন। পরবর্তীতে ঢাকাস্থ আমেরিকান দূতাবাস গত অক্টোবর মাসে ৫ বছরের জন্য যুক্তরাষ্ট্রের জন্য ভিসা প্রদান করেন।
খালিদ বিন ওযালিদ আলবি ১২ ডিসেম্বর ২০২২ সোমবার টার্কিশ এয়ার ওয়েজে ঢাকা থেকে ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টে পৌঁছাবেন। ১৩ ডিসেম্বর মংগলবার পৌঁছাবেন আরিজোনার ফিনিক্স এ।
উল্লেখ্য, খালিদ বিন ওয়ালিদ আলবি ২০১৩ সালে পিএসসি সম্পন্ন করেছেন কিশোরগঞ্জের বাজিতপুরের বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। ২০১৬ সালে জেএসসি সম্পন্ন করেছেন বাজিতপুরের আফতাব উদ্দীন স্কুল এন্ড কলেজ থেকে এবং ২০১৯ সালে একই কলেজ থেকে এসএসসি সম্পন্ন করে ।
অত:পর ২০২১ সালে ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি সম্পন্ন করেন।
খালিদ বিন ওয়ালিদ আলবি পিএসসি,জেএসসি,এসএসসি এরং এইচএসসি সবগুলোতে জিপিএ গোল্ডেন -৫ পেয়েছেন । তার বাবা মাজহারুল ইসলাম শামীম বাজিতপুর রাজফুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যাপক এবং মা খাদিজাতুল কুবরা রুমা সমাজকর্মী ।
তার বড় বোন জান্নাতুল ফেরদৌস তন্বী বাজিতপুর বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক(সন্মান) এর শিক্ষার্থী এবং ছোট বোন ফাতেমাতুজ জহুরা তুসি বাজিতপুর বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী । তার খালা জার্নালিস্ট ও গ্রাফিকস ডিজাইনার আয়েশা আক্তার রুবি নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করেছেন।
খালিদ বিন ওয়ালিদ আলবি তার ভবিষ্যৎ সফলতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।