নিউইয়র্কের বাফেলো শহরে ‘হেল্প ফর বাংলাদেশ কমিউনিটি’ কতৃক মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও নৈশভোজ।
পিবিসি নিউজ: গত ১৬ই ডিসেম্বর, ২০২২ মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে এক নৈশভোজের আয়োজন করেছেন “হেল্প ফর বাংলাদেশ কমিউনিটি” বাফেলো। গত ১৭ ই ডিসেম্বর সন্ধ্যায় বাফেলো শহরের “লাভ বার্ড” ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।
মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগ করা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা পদক ২০২২ প্রদান করা হয়েছে।
হেল্প ফর বাংলাদেশ কমিউনিটি আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান মুক্তিযোদ্ধা যথাক্রমে জনাব জাহিদুল হক চৌধুরী, আবু তাহের, মুজিবুর রহমান, ইউনুস আলী, আমিনুল বারি এবং ডঃ মহসিন প্রমুখ। মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন কাজী হারুন এবং ফারজানা হামি।
মনোরম এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আবুল বাশার I সঞ্চালনায় ছিলেন জনাব আজিজ আহমেদ, এমিলি উজ্জ্বল এবং মিস মোরশেদা এলাহি মেলি।
অনুষ্ঠানে উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পরেন এবং বর্তমান সময়ে অনেক পঙ্গু মুক্তিযোদ্ধারা অবহেলিত জীবন যাপন করছেন বলে অভিযোগ করেন। দলমত নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধাকে মর্যাদার সহিত বেঁচে থাকার ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আগত অতিথি মুক্তিযোদ্ধাদের “হেলপ ফর বাংলাদেশ কমিউনিটি”র প্রেসিডেন্ট জনাব আজিজ আহমেদ, ডাইরেক্টর সিরাজুল ইসলাম, ডাইরেক্টর ইঞ্জিনিয়ার জাহিদ, ডাইরেক্টর শাহনাজ বেগম, ডাইরেক্টর শামীমা মিলি, এডভাইজার জনাব জাহিদ এবং আবুল বাশার এরপক্ষ থেকে পর্যায়ক্রমে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে মনোষজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা পার্টির আয়োজন করা হয়। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।