নৌকায় ভোট না দিলে সংখ্যালঘুদের দেশছাড়া করার হুমকি আওয়ামী নেতার
পিবিসি নিউজ ডেস্কঃ ‘নৌকায় ভোট না দিলে’ সংখ্যালঘু হিন্দুদের ‘দেশছাড়া করার’ হুমকি দিয়েছিলেন এক আওয়ামী নেতা। এই হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন বৃহস্পতিবার (৫ই জানুয়ারি) দুপুর ১২টায় ‘সিন্দুর্ণা ইউনিয়নবাসী’র ব্যানারে হাতীবান্ধা উপজেলা পরিষদ সংলগ্ন লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি করেন স্থানীয় হিন্দুরা।
মানববন্ধন কর্মসূচির অন্যতম আয়োজক ব্রজেন্দ্রনাথ বর্মণ গণমাধ্যমকে বলেন, গত বছরের ডিসেম্বর মাসে সিন্দুর্ণা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আবু বক্কর সিদ্দিক শ্যামল হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নৌকায় ভোট না দিলে দেশছাড়া করার পাশাপাশি গরুর মাংস খাওয়ানোর হুমকি দেন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আওয়ামী লীগ নেতা শ্যামলকে এও বলতে শোনা যায় যে, ‘আওয়ামী লীগের আশ্রয়-প্রশ্রয়ে হিন্দুরা বাংলাদেশে আছে।’এ বিষয়ে ব্যবস্থা নিতে গত ১৮ই ডিসেম্বর শ্যামলের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করার পরেও কোনো কাজ হয়নি বলে দাবি করেন ব্রজেন্দ্রনাথ বর্মণ।
একই কথা জানিয়ে মানববন্ধনে অংশ নেওয়া রনজিত রায় বলেন, আওয়ামী লীগ নেতা শ্যামলের এমন হুমকি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করেও কোন ফল পাচ্ছি না। তিনি প্রভাবশালী হওয়ায় আমরা এখনো ভয়ার্ত অবস্থায় আছি।
এছাড়া সিন্ধু বালা নামের এক নারীর ভাষ্য, সিন্দুর্ণা ইউনিয়নের উপনির্বাচনের সময় আওয়ামী লীগ নেতা শ্যামল হিন্দু নারীদের নিয়েও নানা কটূক্তি করেছিলেন।এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুসা মিয়া গণমাধ্যমকে বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজনের এমন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।