![](https://www.pbc24.com/wp-content/uploads/2023/01/718771_147.jpg)
তারেক রহমানের সম্পত্তি ক্রোকের আদেশ সরকারের ইন্ধনে : বাংলাদেশ ন্যাপ
পিবিসি নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ সরকারের ইন্ধনে হয়েছে বলে মনে করে বাংলাদেশ ন্যাপ।
শনিবার (৭ জানুয়ারি) এক বিবৃবিতে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, `সরকার জিয়া পরিবারকে ভয় পায়। এজন্যই সরকার আগামী নির্বাচনকে সামনে রেখে নোংরা খেলায় মেতেছে। কিন্তু এভাবে সরকার পার পাবে না। জনগণ সরকারকে লালকার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে আছে। আগামী নির্বাচনে সরকার কোনো কারচুপি করার সুযোগ পাবে না। তার আগেই গণবিস্ফোরণে তাদেরকে বিদায় নিতে হবে।
`তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিরোধী রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় সরকারকে কঠিন মূল্য দিতে হবে।