ক্ষমতা ধরে রাখতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে সরকার : ড. মাসুদ
পিবিসি নিউজ ডেস্কঃ সরকার অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
বাউফলে স্থানীয় দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বাউফল উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ও বাউফল উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলার আমির অধ্যাপক শাহ আলম, বাউফল উপজেলা সেক্রেটারি খালিদুর রহমানসহ অন্যরা।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন সরকার দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। জনবিচ্ছিন্ন বর্তমান আওয়ামী সরকার তাদের অবৈধ ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করতে দেশের জনগণের উপরে জুলুম-নির্যাতন বাড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, প্রচলিত আইনের শাসন ও সাংবিধানিক সীমা অতিক্রম করে প্রশাসনের অতি উৎসাহী কতিপয় পুলিশ কর্মকর্তার নির্দেশে বিনা ওয়ারেন্টে মিথ্যা ও গায়েবি মামলায় জামায়াত নেতাকর্মীসহ নিরীহ সাধারণ ব্যবসায়ী, চাকরিজীবী ও শিক্ষকদের বাসা-বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে।
তিনি অভিযোগ করেন, এসব গ্রেফতারকৃতদের ২৪ ঘণ্টার মধ্যে সাংবিধানিক নিয়ম অনুযায়ী আদালতে না নিয়ে অন্যত্র রেখে অমানবিক নিষ্ঠুর নির্যাতন করা হচ্ছে। তাদেরকে সাথে নিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে জোরপূর্বক অভিযানে বের হয়ে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের হয়রানি করা হচ্ছে। গ্রেফতারকৃতদের উপরে নানাভাবে শারীরিক নির্যাতন করা হচ্ছে।যা আইনের শাসন ও মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন।
ড. মাসুদ বলেন, পুলিশের কতিপয় চিহ্নিত কর্তাব্যক্তিরা গ্রেফতারকৃত জামায়াত নেতাকর্মীদের রিমান্ডের ভয় দেখিয়ে নগদ টাকা দাবি করার অভিযোগ করছে ভুক্তভোগী বিভিন্ন পরিবার। তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে জীবননাশের হুমকি দিচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং ফ্যাসিস্ট সরকারের মারাত্মক ঔদ্ধত্য আচরণের শামিল।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সবকিছু মহান আল্লাহর পরিকল্পনার অধীনে আছে। এই সূর্য তার পরিকল্পনার অধীনে উদিত হয়, এই পৃথিবীর মাটি কোনো ব্যক্তির নিয়মে চলে না, ভূমিও মহান রবের পরিকল্পনায় আমার আপনার পায়ের নিচে স্থির আছে। দায়িত্বশীল হিসেবে সকলকে আনুগত্যের বিধান পালনে সচেষ্ট থাকতে হবে। সকল পরিস্থিতিতে মহান আল্লাহর সাহায্য চাইতে হবে। তাহলেই আমাদের সমাজ ও রাষ্ট্রে বিরাজমান সঙ্কট এবং ক্রান্তিকালের উত্তরণ ঘটবে।
তিনি বলেন, মহান আল্লাহর বিধান এমন। উত্থান-পতন দিয়েই তিনি সকল পরিকল্পনা সাজিয়ে থাকেন। মহান আল্লাহ দেখে নিতে চান, এই পরিস্থিতির মধ্যেও কারা ঈমান দেশপ্রেমের চেতনায় মজবুতভাবে টিকে থাকে। তিনি নতুন বছরের শুরু থেকেই সিদ্ধান্ত নিয়ে ময়দানে সম্মুখে থেকে জুলুম নিপিড়নের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় প্রয়োজনে জীবনবাজি রেখে কাজ করার আহ্বান জানান।