নেতাকর্মীদের গায়ে হাত আসলে পালটা হাত তুলতে হবে: গয়েশ্বর
পিবিসি নিউজ ডেস্কঃ দলের নেতাকর্মীদের গায়ে হাত আসলে পাল্টা হাত তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর দেশব্যাপী যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুতের মূল্য কমানোর দাবি এবং সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বিএনপির সমাবেশ থেকে ১০ দফা দাবিতে ‘গণতন্ত্র হত্যা দিবসে’ আগামী ২৫ জানুয়ারি সারা দেশে সব মহানগর ও জেলা সদরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন খন্দকার মোশাররফ হোসেন।
আলাদাভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে একই কর্মসূচি ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১২ দলের জাতীয়তাবাদী সমমনা জোট ও এলডিপিও। সংবিধানে চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি। এই দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে ১০ দফা দাবিসহ বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সমাবেশ হয়। পরে একটি মিছিল কাকরাইলের নাইটেঙ্গল মোড় ঘুরে ফকিরেরপুল মোড় প্রদক্ষিণ করে আবার নয়াপল্টনে এসে শেষ হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শত চেষ্টা করলেও সরকারকে কেউ রাখতে পারবে না। পদে পদে শুধু ব্যর্থ নয়; এই সরকার ফ্যাসিস্ট, অত্যাচারী ও গণতন্ত্রে বিশ্বাস করে না। গুম, খুন করে দমিয়ে রাখা যাবে না। সরকারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে, রুখে দাঁড়াবে। ‘নেতাকর্মীদের গায়ে হাত আসলে, পালটা হাত তুলতে হবে। শুধুমাত্র আমাদের মার খাওয়ার জন্য জন্ম হয়নি। অন্যায়কারীদের গায়ে হাত তোলা নৈতিক দায়িত্ব।’
ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেন, হাত চালানোর আগে সাবধানে চালাবেন। আমরাও হাত গুটিয়ে বসে থাকব না। আমরা আমাদের দাবি আদায় করব।