আওয়ামী সিণ্ডিকেট সক্রিয়, রোজা সামনে রেখে বাড়ল চিনির দাম
পিবিসি নিউজ ডেস্কঃ পবিত্র রমজান সামনে রেখে সক্রিয় আওয়ামী চিনি সিণ্ডিকেট। প্রতি বছরই রমজান মাসকে সামনে রেখে আওয়ামী সিণ্ডিকেট সক্রিয় হয়ে উঠে। অতি মুনাফার লোভে দাম বাড়িয়ে দেয় । এবারও চিনি ব্যবসার সাথে সংশ্লিষ্ট আওয়ামী সিণ্ডিকেট বাজারে ইতোমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে।
মাত্র দুই মাস পর মুসলমানদের পবিত্র রমজান মাস।এবার সিণ্ডিকেটকে সুবিধা দিতে রমজান আসার দুই মাসে আগেই ঘোষণা দিয়েই চিনির দাম বাড়িয়েছে সরকার।
খোলা চিনির দাম প্রতি কেজিতে ৫ টাকা বাড়িয়ে ১০৭ টাকা নির্ধারণ করেছে সরকার। আর প্যাকেট জাত চিনির দাম প্রতি কেজি নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা।
আগামী ১লা ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে সরকার।বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশনের নির্বাহী সচিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজার মূল্য বৃদ্ধি ও ডলারের বিনিময় হার বৃদ্ধি ও উৎপাদন ব্যয় বিবেচনায় বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রতি কেজি খোলা ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনির মূল্য ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের (২০২২) অক্টোবর মাসে হঠাৎ করেই আওয়ামী ব্যবসায়ীদের সিন্ডিকেট বাজার থেকে হঠাৎ করেই চিনির সরবরাহ গায়েব করে দিয়েছিল।তখন পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে খোলা চিনির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছিল।বর্তমানে দেশে বছরে চিনির চাহিদা ১৮ থেকে ২০ লাখ টন, যার সিংহভাগই আমদানি করতে হয়।