আ.লীগ নেতাদের হৃদকম্পন শুরু হয়ে গেছে: প্রিন্স
পিবিসি নিউজ ডেস্কঃ আন্দোলনে জনজোয়ারে ভীত হয়ে সরকারের মন্ত্রী, নেতাদের হৃদকম্পন শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, গণআন্দোলনে জনতার ঢেউ আছে বলেই আন্দোলন নিয়ে আওয়ামী লীগ নেতারা প্রতিনিয়ত মিথ্যাচার ও বিভ্রান্তিকর কথা বলছেন। আন্দোলনে জনজোয়ারে ভীত হয়ে সরকারের মন্ত্রী, নেতাদের হৃদকম্পন শুরু হয়ে গেছে। এজন্য তারা বেসামাল আচরণ করছেন। গণতন্ত্রের বারোটা বাজিয়ে আওয়ামী নেতারা তাদের মতো গণতন্ত্র চালাতে চান। বাংলাদেশে আওয়ামী মার্কা গণতন্ত্র চলবে না।
বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহে দলীয় কার্যালয় এক যৌথ প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
সভায় আগামী ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশ সফল করতে বিভাগের সব মহানগর, জেলায় প্রস্তুতি সভা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডে গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, প্রস্তুতি সভা, পথসভা ও মিছিলের কর্মসূচি গ্রহণ করা হয়।
৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশ সফল করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যের দাম কমানো এবং দমন-নিপীড়ন বন্ধসহ ১০ দফা দাবিতে বিভাগীয় সমাবেশের মাধ্যমে চলমান গণআন্দোলন নবতর পর্যায়ে উপনীত হবে।সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন।
আরও বক্তব্য দেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন বাচ্চু প্রমুখ।
পরে সন্ধ্যায় ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ময়মনসিংহ নগরীর বিভিন্ন স্থানে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে নেতাকর্মীরা প্রচারপত্র বিতরণ করেন। পরে ময়মনসিংহ প্রেস ক্লাব চত্বরে পথসভায় অংশ নেন এমরান সালেহ প্রিন্স।