গণমাধ্যমের কণ্ঠরোধ : ১৯১ অনলাইন পোর্টাল বন্ধ করেছে সরকার
পিবিসি নিউজ ডেস্কঃ গণমাধ্যমের কণ্ঠরোধ করতে দেশের ১৯১ টি অনলাইন পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিল এবং ওইসব পোর্টালের লিংক বন্ধ করেছে ফ্যাসিবাদী আওয়ামী সরকার। আওয়ামী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আওয়ামী সংসদে এই তথ্য জানিয়েছেন।
তাঁর ভাষায়, কোনো অনলাইন সংবাদমাধ্যমে দেশবিরোধী সংবাদ প্রচারের অভিযোগ পেলে তা বন্ধের পদক্ষেপ নেওয়া হবে।মন্ত্রীর বক্তব্যে এটা স্পষ্ট যে, শেখ হাসিনার দুঃশাসন নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় এসব অনলাইন পোর্টালগুলো বন্ধ করার ব্যবস্থা করেছে সরকার।
সোমবার (৩০ জানুয়ারী) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আওয়ামী অনুগত বিরোধীদল জাতীয় পার্টির সদস্য মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী গণমাধ্যমের কণ্ঠরোধ সংক্রান্ত এ তথ্য স্বীকার করেন।
অতীতেও আওয়ামী লীগের অপকর্ম ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবেদন করায় অনেক নিউজ পোর্টাল জোর করে বন্ধ করে দেয়া হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে গণমাধ্যমের ওপর আওয়ামী লীগের এমন বেআইনী নিয়ন্ত্রণ আরও বাড়ার আশঙ্কা করছেন সাংবাদিকেরা।
পোর্টালগুলো বন্ধের বিষয়ে সংসদে হাছান মাহমুদ বলেন, দেশবিরোধী সংবাদ প্রচার বন্ধে সরকারের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, জনমনে বিভ্রান্তি ছড়ায় এমন কার্যক্রম পরিচালনাকারী ও সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলকরণসহ লিংক বন্ধ করার জন্য এরই মধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি দেওয়া হয়েছে।