অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির আন্দোলন: দুলু
পিবিসি নিউজ ডেস্কঃ বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না হলে আগামী সংসদ নির্বাচনে যাবে না বিএনপি। তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন কোনো সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্যই বিএনপির এ আন্দোলন সংগ্রাম।
তিনি বলেন, এই দারি পূরণ হলেই মানুষের ভাতের ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। মানুষের কথা বলার ও স্বাধীন মতামত প্রকাশের সুযোগ সৃষ্টি হবে। বর্তমান সরকার সকল ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে। সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। দেশের সাধারণ মানুষ চরম আর্থিক সংকটে দিন পার করছেন।
রোববার দুপুরে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নাটোর সদর উপজেলা ও নাটোর পৌরসভা যুবদলের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম।
নাটোর শহর যুবদলের আহবায়ক শামীম আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন, নাটোর সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাবেক সভাপতি সাইফুল ইসলাম আফতাব ও সাবেক জেলা আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন প্রমুখ।