দেশে ‘জমিদারি শাসন’ জনগণ হতে দেবে না: ফখরুল
পিবিসি নিউজ ডেস্কঃ আগামীতে বাংলাদেশে ‘জমিদারি শাসন’ জনগণ হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার বিকালে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, এরা (আওয়ামী লীগ) মনে করে, দেশটা তাদের তালুকদারি, এটা তাদের জমিদারি। এটার মালিক তারা। আর আমরা হচ্ছি সমস্ত প্রজা। এভাবে তারা দেশ চালাতে চায়।‘এটা (জমিদারি শাসন) এবার দেশের মানুষ আর হতে দেবে না। মানুষ রাস্তায় নেমেছে এবং রাস্তায় নেমে আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে নিশ্চয়ই অতিদ্রুত আমরা এই যে একটা দানব আমাদের বুকের উপরে বসে আছে সেই দানবকে সরাব।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে সাগর-রুনি মিলনায়তনে তারেক রহমানের ১৭তম কারাবন্দি দিবস উপলক্ষে এ আলোচনা সভা হয়।
১/১১ এর সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমেদ সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমান আঠারো মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর সর্বোচ্চ আদালতের জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন চলে যান।
বিএনপি মহাসচিব বলেন, আজকে যে উত্তাল সমুদ্রের মধ্য দিয়ে যে তরঙ্গের সৃষ্টি হয়েছে তা ভাসিয়ে নিয়ে যাবে এই ফ্যাসিবাদী সরকারকে। আসুন আজকে আমরা তারেক রহমান সাহেবের কারাবন্দি দিবসে সবাই শপথ নিই-তারেক রহমান দেশে ফিরে আসবেন। যেদিন আসবেন সেদিন সমস্ত বাংলাদেশের মানুষ উত্তাল তরঙ্গের মতো সুনামিতে এ সরকারকে ভাসিয়ে নিয়ে যাবে। দেশের জনগণ সেই অবস্থা তৈরি করবে যে অবস্থার মধ্য দিয়ে তিনি দেশে ফিরে আসবেন।
‘পরিষ্কার করে বলতে চাই- কোনো নির্বাচন এ দেশে হবে না তত্ত্বাধায়ক সরকার ছাড়া। এ সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং নতুন একটি নির্বাচন কমিশনের গঠনের মধ্য দিয়ে নির্বাচন হবে যে নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সেই সময়ে তারেক রহমান দেশে এসে আমাদের নেতৃত্ব গ্রহণ করবে এবং বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখাবে।’