বাংলাদেশী আমেরিকানদের “ভিসা” নেয়ার হিড়িক @PBC24TV
- LUD:
0
1,240
8
0
বাংলাদেশী আমেরিকানদের “বাংলাদেশী ভিসা” নেয়ার হিড়িক।
মার্কিন নাগরিকত্ব নেয়ার পরে বাংলাদেশ ভ্রমণে যেতে চাইলে বাংলাদেশ দূতাবাস কিংবা কনসুলেট থেকে আমেরিকান পাসপোর্টে বাংলাদেশের ভিসা নিতে হয়।
সরকার পরিবর্তন হলেই বাংলাদেশে যেতে চায় অসংখ্য বাংলাদেশী আমেরিকানরা।
বাফেলো শহরের ভ্রাম্যমান বাংলাদেশ কনসুলেট অফিস থেকে বাংলাদেশী আমেরিকানদের ভিসা নেয়ার লাইন দেখলেই বুঝতে পারবেন মানুষ দেশে যাওয়ার জন্য কতটা উদগ্রীব!
আমার মত অনেকেই আছেন যারা দীর্ঘ ১২/১৪ বছর দেশে যায়নি। সরকার পতন হলেই আপনজনকে দেখতে যাওয়ার পরিকল্পনা সকলের। তাই বাংলাদেশী আমেরিকানদের “বাংলাদেশী ভিসা” নেয়ার হিড়িক!
আল্লাহ সবাইকে রহমত করুন। আমীন।