“নিউইয়র্ক স্টেট্ বিএনপি ওয়েস্ট” গঠন একটি সময়োপযোগী দাবী #PBC24TV
মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম নিউইয়র্কের শহর গুলিতে ইতিহাসের দ্রুততম সময়ে গড়ে উঠেছে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি। বাফেলো, সিরাকিউজ, রোচেস্টার, নায়াগারা ফলস, জেইমস টাউন সহ বেশ কয়েকটি শহরে উল্লেখযোগ্য ভাবে দেখা যায় বাংলাদেশীদের বসতি স্থাপনা। ব্যবসা বাণিজ্যের প্রসারের পাশাপাশি কৃষ্টি কালচার, সভা সমিতি, নাচ গানের আসর, পিকনিক এমনকি এখানে রাজনৈতিক দলের নিয়মিত প্রোগ্রামগুলি আয়োজন করতেও দেখা যায়।
এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রয়েছে একটা বিরাট সমর্থক গোষ্ঠী। যদিও পশ্চিম নিউইয়র্কের কোথাও বিএনপির বৈধ কোন কমিটি নেই তারপরেও নিয়মিত চলছে রাজনৈতিক কর্মকান্ড। ওয়েস্টার্ন নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা ইতোমধ্যে “নিউইয়র্ক স্টেট্ বিএনপি ওয়েস্ট” গঠনের দাবিতে জোরালো আন্দোলন গড়ে তুলেছেন। প্রথমে সামাজিক মাধ্যমে জনমত গঠন, ২৬শে মার্চকে কেন্দ্র করে বাফেলো শহরে লাউড স্পিকারে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা বাজিয়ে পালন করা হয় বাংলাদেশ ডে প্যারেড, আনুষ্ঠানিকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর নির্মিত হয়েছে ডকুমেন্টারি, পালন করা হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি। এরপরে সাংবাদিক সম্মেলন করে “নিউইয়র্ক স্টেট্ বিএনপি ওয়েস্ট” গঠনের আনুষ্ঠানিক দাবি করা হয়েছে।
দাবি আদায়ের লক্ষ্যে ইতোমধ্যে গঠিত হয়েছে “নিউইয়র্ক স্টেট্ বিএনপি ওয়েস্ট গঠন সমন্বয় কমিটি”। ১০১ সদস্য বিশিষ্ট এই কমিটির প্রধান সমন্বয়ক হিসাবে নির্বাচিত হয়েছেন মতিউর রহমান লিটু।
এবারে আসুন জেনে নেই কে এই মতিউর রহমান লিটু।
পটুয়াখালী জেলার সুবিদখালীতে জন্ম নেয়া মতিউর রহমান লিটু ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ জিয়া ছাত্রাবাসের হোস্টেল মনিটর নির্বাচিত হওয়ার মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি দেন। ১৯৯৩ সালে কর্মসংস্থানের উদ্যেশ্যে ব্রুনাই লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (বিএলএনজি) তে আসমিন এন্টারপ্রাইজের সেফটি অফিসার হিসাবে যোগদান করেন।
১৯৯৬ সালে কোম্পানির পক্ষ থেকে ব্রুনাই সেল প্রেট্রোলিয়ামের আন্ডারে কয়েকটি ট্রেইনিংয়ে পাঠানো হলে সেখানে তিনি প্রায় পাঁচশত কর্মকর্তা কর্মচারীদের মাঝে প্রথম স্থান অধিকার করেন। সেই সুবাদে ট্রেনিং সেন্টারের দায়িত্বে থাকা ব্রিটিশ নাগরিক ব্রাইয়ান উলিয়ামস ১৯৯৭ সালে তার কোম্পানিতে কাজ করার জন্য ইংল্যান্ডে পোস্টিংয়ের ব্যবস্থা করেন।
১৯৯৮ সালে বাংলাদেশে প্রায় ১৩টি জেলায় বন্যা হলে মতিউর রহমান লিটু তার ব্রিটিশ মালিক ব্রাইয়ান উলিয়ামসের সহায়তায় ইংল্যান্ডের এলসমেয়ার পোর্টে “মতি-ব্রায়ান ফাউন্ডেশন” গঠন করে বন্যার্তদের যথা সাধ্য সহযোগিতা করেছিলেন। যেটি তৎকালীন ব্রিটিশ গণমাধ্যমে বেশ প্রচার প্রচারণা করা হয়েছিল। এরপরে তিনি ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্র আসেন, ২০০৩ সালে মাইক্রোসফট সার্টিফাইড সিস্টেম ইঞ্জিনিয়ারিং পাশ করে মূলত পারম্যান্টলি নিউইয়র্কে বসবাস শুরু করেন।
২০০৩ সালে প্রথম অনলাইন পত্রিকা “প্রবাসীবার্তা ডটকম” শুরু এবং তার সাংবাদিকতার জীবন শুরু করেন। বর্তমানে পিবিসি টুয়েন্টিফোর টেলিভিশনের সম্পাদনা করছেন। তিনি পাঁচটি ভাষায় পারদর্শী একজন মানুষ।
মতিউর রহমান লিটু ২০১১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেয়া নিউজার্সি স্টেট্ সিনেটের সংবর্ধনা “মাদার অফ বাংলাদেশী ডেমোক্রাসি” অনুষ্ঠানের অন্যতম আয়োজক ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিউজার্সি স্টেট্ সিনেট থেকে ঐতিহাসিকভাবে “জিয়ালাইব্রেরি ডটকম” এর উদ্ভোধন করেন, জনাব মতিউর রহমান লিটু জিয়ালাইব্রেরি ডটকমের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া যুক্তরাষ্ট্র বিএনপি কতৃক আয়োজিত সকল বিক্ষোভ সমাবেশ কিংবা লবিংয়ের কাজে সরাসরি জড়িত ছিলেন। সর্বশেষ নিউইয়র্ক স্টেট্ বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।
সম্প্রতি ওয়েস্টার্ন নিউইয়র্কের বাফেলো শহরে স্থায়ী বসতি স্থাপনার কারণে সকলের সহযোগিতায় “নিউইয়র্ক স্টেট্ বিএনপি ওয়েস্ট” গঠনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করেছেন। তিনি বলেন: “নিউইয়র্ক স্টেট্ বিএনপি ওয়েস্ট” গঠন করা ভৌগোলিক অবস্থানের কারণে সময়পযোগী একটি রাজনৈতিক দাবি। এই দাবি পূরণ হলে ওয়েস্টার্ন নিউইয়র্ক এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে যুক্তরাষ্ট্রের মাটিতে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। তাই “নিউইয়র্ক স্টেট্ বিএনপি ওয়েস্ট” গঠন করে জেলা মর্যাদায় বিএনপির একটি কমিটি গঠনের জন্য দলের হাই কমান্ডার কাছে বিশেভাবে অনুরোধ জানিয়েছেন।
Please “SUBSCRIBE” our Bangla Youtube channel:
https://www.youtube.com/c/PBC24com?sub_confirmation=1
And hit the BELL ICON for all upcoming videos.
News website:
www.PBC24.com
PBC news Classified ad: