বগুড়ায় মহিলা আ.লীগের সাবেক সভাপতি ও যুগ্ম সম্পাদক বহিষ্কার
পিবিসি নিউজঃ জেলা মহিলা আওয়ামী লীগের নতুন কমিটিকে ঘিরে মহিলা আওয়ামী লীগের একাংশে অসন্তোষ দেখা দিয়েছে। দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুরাইয়া নিগার ডরোথী ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্না চৌধুরীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসানরিপু এ তথ্য জানান।
উল্লেখ্য, গত ২ অক্টোবর বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়।
বগুড়া জেলা মহিলা আওযামী লীগের নেতাদের অনেকে জানান, তারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছে। গত সম্মেলনে তাদের মূল্যায়ন না করায় ও কমিটি গঠন স্বচ্ছ না হওয়ার অভিযোগ এনে জেলা মহিলা আওযামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুরাইয়া নিগার ডরথী আদালতে মামলা ঠুকে দেন। এর আগে নতুন কমিটি গঠনের অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করেছে জেলা মহিলা আওয়ামী লীগের একাংশ।
ডরথী জানান, নতুন কমিটির স্থগিতাদেশ চেয়ে ও কমিটি গঠন অনিয়মতান্ত্রিকভাবে গঠন করা হয়েছে মর্মে আদালতে মামলা দায়ের করেন তিনি। মঙ্গলবার সেই মামলা আদালত খারিজ করে দেন আদালত।
তিনি আরো জানান, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তারা এই অনিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠনের বিরুদ্ধে প্রমাণসহ দলীয় সভানেত্রীর কাছে স্বশরীরে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন। সাবিয়া সাবরিন পিংকীকে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ দেয়া হয়নি।তাকে জোর করে সম্পূর্ণ অনিয়মতান্তিকভাবে জেলার সাধারণ সম্পাদক করা হয়েছে।