খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের : এম আবদুল্লাহ
পিবিসি নিউজঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এম আবদুল্লাহ কালবিলম্ব না করে বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন।
তিনি বলেছেন, যথাযথ চিকিৎসা-বঞ্চিত হয়ে খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে। উন্নত চিকিৎসায় বাধা দেয়া শুধু অমানবিকই নয়, একজন মুমূর্ষু মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এক ধরনের হত্যার শামিল।
বৃহস্পতিবার সিলেটের হোটেল পানশী ইন মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজে সভাপতি এ কথা বলেন।
দেশে গণমাধ্যমের সামগ্রিক নাজুক অবস্থা তুলে ধরে এম আবদুল্লাহ বলেন, অনির্বাচিত ও অগণতান্ত্রিক সরকার সংবাদমাধ্যমকে তাদের দলীয় ও সরকারি প্রচারমাধ্যমে পরিণত করেছে। অনুসন্ধানি সাংবাদিকতার পথ রুদ্ধ করেছে। শত শত সাংবাদিক বেকারত্বের গ্লানি নিয়ে ধুঁকছেন। নিপীড়নের শিকার হচ্ছেন প্রতি মাসে অন্তত ছয় জন সাংবাদিক। এ পরিস্থিতি থেকে উত্তরণে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হতে হবে।
স্থানীয় জনপ্রিয় দৈনিক ‘সিলেটের ডাক’- এর প্রধান বার্তা সম্পাদক ও প্রবীণ সাংবাদিক এনামুল হক জুবেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএফইউজে মহাসচিব নুরুল আমিন রোকন, সহসভাপতি ওবায়দুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক খুরশীদ আলম ও সাবেক সিনিয়র সহকারী মহাসচিব আহমদ মতিউর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সিনিয়র সাংবাদিক মোহাম্মদ বদরুদ্দোজা বদর, মুহাম্মদ আমজাদ হোসাইন, খালেদ আহমদ, এম এ মতিন, সেলিম আউয়াল, মো: আফতাব উদ্দিন, খালেদ আহমদ (খালেদ মেহেদী), মোহাম্মদ এনামুল হক, মো: শাফী চৌধুরী, ইফতেখার মো: নাবিল, তৌহিদ চৌধুরী প্রদীপ প্রমুখ।
বিএফইউজে মহাসচিব নুরুল আমিন রোকন বলেন, দেশে গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা পুনরুদ্ধারে সাংবাদিকদের ঐক্যের কোনো বিকল্প নেই। বিএফইউজে সারাদেশে সাংবাদিক ইউনিয়নের কার্যক্রম সম্প্রসারণের যে উদ্যাগ নিয়েছে তার অংশ হিসেবে সিলেটে কাজ শুরু হয়েছে।
মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর সিলেটে বিএফইউজের অঙ্গ ইউনিয়ন হিসেবে সাংবাদিক ইউনিয়নের কার্যক্রম শুরুর সর্বসম্মত সিদ্ধান্ত হয়। একটি প্রস্তাবিত কমিটিও গঠন করা হয় যা বিএফইউজের নির্বাহী পরিষদের অনুমোদন সাপেক্ষে কার্যক্রম পুরোদমে শুরু করবে।