কাতার প্রবাসীদের জন্যে ২০২০ ছিল বর্ণনাতীত যন্ত্রণার !
0
0
0
চলমান করোনার বিধিনিষেধ আর লকডাউনের কারণে খাদ্যসংকট, ব্যবসা-বাণিজ্যে ধস, চাকরি হারানোসহ বিভিন্ন সমস্যায় সংকটময় ২০২০ শেষ করলেন প্রবাসী বাংলাদেশিরা এবং ২০২০ সালটি ভালো যায়নি কাতার প্রবাসীদের।
তবে ২০২১ সালে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে করোনা পৃথিবী থেকে বিদায় নেবে এমন প্রত্যাশা প্রবাসীদের। সারা বিশ্বের মতো মহামারি করোনার তাণ্ডবে ২০২০ সাল শেষ করলেন কাতার প্রবাসীরা। ২০২১ সালে সারা পৃথিবী থেকে করোনা বিদায় নেবে, সবকিছু আগের মতো স্বাভাবিক হবে এমন প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।
কাতারে সরকারিভাবে ২০২১ বরণে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি দেশটির সরকার। তবে বর্ষবরণ নিয়ে নতুন কোনো বিধিনিষেধও জারি করা হয়নি। কেবল মানতে হবে করোনা পরিস্থিতির বিধিনিষেধ।