বিদ্রোহীদের দলে কোনো স্থান নেই : বরকতউল্লাহ বুলু
বিদ্রোহী প্রার্থীদের বিএনপিতে কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করুন। তবে যারা মূলধারা মানবে না, ক্যাপ্টেন মানবে না, বিদ্রোহ করবে তাদের বিষয়ে দলে কোন ছাড় নাই। তাদের ব্যাপারে কোনো আপোষ নাই।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের সুস্থতা কামনায় সৌদি আরব বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের সভাপতিত্বে ও সহসভাপতি কেফায়েত উল্লাহ কিসমতের পরিচালনায় দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া, বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি আকম রফিকুল ইসলাম, সংযুক্ত আরব আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেন, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, সৌদি আরব পঃ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তফন, আব্দুস সালাম তালুকদার, সাধারণ সম্পাদক সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব পঃ সহসভাপতি আব্দুল মান্নান, এরশাদ আহমেদ, বাহরাইন বিএনপির উপদেষ্টা ফয়সাল মাহমুদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি আকবর হোসেন, শওকত আলী, সাবেক সদস্য সচিব কুয়েত বিএনপি এডভোকেট সিদ্দিকুর রহমান ইমরান, সৌদি আরব পূর্বাঞ্চলের শোয়েবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে ব্যারিস্টার মওদুদ আহমেদের রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।