শনিবার নজিপুর পৌরসভার নির্বাচন, ৪ বিএনপি নেতা আটক
কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ : শনিবার (১৬ জানুয়ারি) নওগাঁর পত্নীতলা উপজেলা সদরের নজিপুর পৌরসভার নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ভোটের আগের দিন বিএনপির চার সক্রিয় নেতাকর্মীকে থানা পুলিশ আটক করেছে। পুলিশ বলছে, আটকরা আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্প পোড়ানোর সাথে জড়িত। অপরদিকে বিএনপি নেতারা বলছেন, নির্বাচনকে প্রভাবিত করার জন্য নির্বাচনের ঠিক আগ মূহুর্তে পরিকল্পিতভাবে তাদের আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শিহাড়া ইউপির সাবেক চেয়ারম্যান নওশাদ আলী, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাদের, সাবেক দপ্তর সম্পাদক ও নজিপুর বাসস্ট্যান্ড বণিক সমিতির সাধারণ সম্পাদক এজেড মিজান ও সদস্য খোকন হোসেনকে আটক করে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, শুক্রবার সকালে তাদেরকে নওগাঁ কোর্টে চালান দেয়া হয়েছে। তিনি বলেন, ‘নির্বাচন উপলক্ষে পুলিশ বাহিনীসহ অন্যান্য বাহিনী কঠোর সর্তকতায় রয়েছে। নির্বাচনে যারাই অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো দলের লোককেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না’।
পৌর নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আনোয়ার হোসেন বলেন, ‘সরকার দলীয় প্রার্থী বিএনপির নেতাকর্মীদের উপর কেমন বর্বর নির্যাতন শুরু করেছে, এই ধরপাকড় তারই একটি জ্বলন্তউদাহরণ। আমার কোনো নেতাকর্মীই এমন কোনো ঘটনার সঙ্গে নির্বাচনের শুরু থেকে আজ পর্যন্ত জড়িত ছিলো না। আওয়ামী লীগ প্রার্থী বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের নির্বাচনের শুরু থেকে আজ পর্যন্ত নানা রকমের ভয়ভীতি দেখিয়ে আসছে। তবুও আমরা শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো। প্রয়োজন হলে জীবন দিয়ে নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করবো’। তিনি বলেন, ‘নির্বাচনের শুরু থেকে সরকার দলীয় প্রার্থী নির্বাচনী বিধি লঙ্ঘন করে প্রচার-প্রচারনার কাজ চালিয়ে আসলে অভিযোগ দিয়েও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি’।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেট বলেন, ‘সরকার সারাদেশে যেভাবে ভোট ডাকাতি করে আসছে, পতœীতলাতেও সেই পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালানো হচ্ছে। ভোটের আগে নেতাকর্মীদের আটক করে সাধারণ ভোটারদের দাবিয়ে রাখা যাবেনা’। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে বলেও তিনি দাবি করেন।