বাফেলো শহরের টপ্স ফ্রেন্ডলি সুপারমার্কেটে সন্ত্রসী হামলা ১০জন নিহত আরো তিনজন গুরুতর আহত!
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে এক শেতাঙ্গ সন্ত্রাসীর এলোপাথাড়ি গুলিতে 10 জন নিহত হয়েছে । বাফেলো পুলিশের তথ্যমতে আরো তিনজন গুরুতর জখম হয়েছে বলে জানা যায়। তাদের অবস্থা এখনো আশংকাজনক। হামলার স্থান থেকে নিকটবর্তী ইসিএমসি হাসপাতালে যোগাযোগ করা হলে তিনজন আহত ব্যক্তির তথ্য পুলিশকে জানানো হয়েছে বলে জানা যায়.
বাফেলো শহরে কৃষ্নাঙ্গ অধ্যুষিত জেফারসন অ্যাভিনিউ এবং রাইলি এভিনিউর টপস ফ্রেন্ডলি সুপার মার্কেটে এই নিসংস হামলা করা হয়েছে। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন সুটার পেইটন যেনড্রোনকে আটক করা হয়েছে। মাত্র ১৮ বছর বয়সী এই যুবক আপস্টেট নিউইয়র্কের ব্রুম কাউন্টি থেকে কয়েকঘন্টা ড্রাইভ করে বাফেলো শহরে এসে হামলা চালিয়েছে। সাদা কালো বর্ণ বিদ্বেষ এই হামলার মূল কারণ বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
নিহতদের মধ্যে ১১ জন আফ্রিকান আমেরিকান কৃষ্ণাঙ্গ, মাত্র দুজন শ্বেতাঙ্গ। নিহতদের মধ্যে চারজন ছিলেন দোকানের কর্মচারী।
যুক্তরাষ্ট্রের শান্তিময় বাফেলো শহরে এমন ন্যাক্কারজনক হামলায় অনেকেই আতংকগ্রস্ত হয়ে পড়েছেন। জেফারসন এভিনিউ, বেইলি এভিনিউ, ব্রডওয়ে, ফিলমোর এভিনিউ সহ এই সুপারমার্কেটের ঠিক পাশেই বাংলাদেশী কমিউনিটি ব্যাপকভাবে বিস্তার ঘটছে। তবে বর্ণবাদী এই সন্ত্রাসী হামলায় কোন বাংলাদেশী হতাহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।
সুখী ও সম্প্রীতির প্রতিবেশীদের মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বর্ণবাদী এই হামলা করা হয়েছে বলে বাফেলো মেয়র বায়রন ব্রাউন উল্লেখ করেন। কাউন্টি প্রশাসন, সিটি প্রশাসন, স্টেট্ ডিপার্টমেন্ট, এফবিআই, সকলে সন্ত্রসী এই হামলার আসল কারণ উদ্ঘাটনে ব্যস্ত রয়েছেন
এদিকে গ্রেফতারকৃত পেইটন যেনড্রোনকে শনিবার জরুরি আদালত ডেকে তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডার চার্জ গঠন করা হয়েছে।
শেতাঙ্গ সন্ত্রাসী পেইটন যেনড্রোনের আপস্টেট নিউইয়র্কের ব্রুম কাউন্টির বাসভবনটি এফবিআই ঘিরে রেখেছে এবং হামলার রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে। আগামীকাল পেইটন জেনড্রোনের বিরুদ্ধে আরো বেশ কয়েকটি অভিযোগ দাখিল করা হবে বলে বাফেলো পুলিশ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন।