মির্জা ফখরুলের পর হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
পিবিসি নিউজ ডেস্কঃ বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও মন্ত্রী মির্জা আব্বাস রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার দুপুর আড়াইটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
মির্জা আব্বাস বর্তমানে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।গত সপ্তাহে জেল থেকে মুক্তি পাওয়ার পর বিএনপির বর্ষীয়ান এ নেতার অনিয়মিত হার্টবিট, কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়া এবং মূত্রজনিত সমস্যা প্রকোপ আকার ধারণ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে আজ সকালে একই হাসপাতালে ভর্তি করা হয় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও। চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরিক্ষার জন্য তাকে ভর্তি করা হয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেন।