সরকারের সমালোচনা কখনো রাষ্ট্রদ্রোহী হতে পারে না : জি এম কাদের
পিবিসি নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকারের সমালোচনা করা কখনো রাষ্ট্রদ্রোহ হতে পারে না।মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক বৈঠকে সংসদের বিরোধী দলীয় উপনেতা কাদের এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমাদের রাজনীতি দেশের মানুষের জন্য। আমরা তাদের জন্য আমাদের আওয়াজ তুলি। আমরা জনগণের পক্ষে সমালোচনা করে সরকারের ভুল তুলে ধরছি। এটা কখনই রাষ্ট্রদ্রোহিতা নয়।’
তিনি বলেন, সরকার দেশের মানুষকে বিভক্ত করেছে।তিনি বলেন, ‘পাকিস্তান সরকার স্বাধীনতার আগে আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছিল। দুর্ভাগ্যবশত, এই বৈষম্য এখনো অব্যাহত আছে। এটা স্বাধীনতার চেতনার পরিপন্থী।’
জাতীয় পার্টি নির্বাচনে জোটকে বন্ধুত্ব মনে করে উল্লেখ করে তিনি বলেন, ‘জোট দাসত্ব নয়। জনগণের স্বার্থ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
তিনি দলের নেতাকর্মীদের জনগণের অধিকারের পক্ষে কথা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা কখনোই সত্য ও ন্যায়ের পথে হাল ছাড়ব না।’