আটলান্টিক সিটির কাউন্সিলর পদে শপথ নিলেন দক্ষিন এশীয় অভিবাসী মো: আনজুম জিয়া
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী-
নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি কাউন্সিলের নির্বাচনে বিজয়ী দক্ষিন এশীয় অভিবাসী মো: আনজুম জিয়া গত পহেলা জানুয়ারি,বুধবার দুপুরে সিটি কাউন্সিলর হিসাবে শপথ নিলেন। আটলান্টিক সিটির ৫ম ওয়ার্ড থেকে গত পাঁচ নভেম্বর,মংগলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি পাকিস্তানী আমেরিকান হিসেবে বিজয়ী হয়েছিলেন। আজ দ্বিতীয় পাকিস্তানী আমেরিকান হিসাবে তিনি আটলান্টিক সিটির কাউন্সিলর পদে শপথ নিলেন।আটলান্টিক সিটি কাউন্সিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত শপথ গ্রহন অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান মসজিদ আল হেরার ইমাম ড: রুহুল আমিন।শপথ গ্রহনের সময় তাঁর পরিবারের সদস্যরা তাঁর সাথে উপস্থিত ছিলেন।
শপথ গ্রহন শেষে তিনি সিটি কাউন্সিলের অধিবেশনে যোগ দেন।এসময় হল ভর্তি বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন তাঁকে করতালি ও হর্ষধবনির মাধ্যমে অভিনন্দিত করেন। আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডে তিনি গত একুশ বছর যাবত বসবাস করে আসছেন এবং এশিয়ান আমেরিকানদের সকল কর্মকান্ডে সার্বিক সহযোগীতার জন্য আনজুম জিয়া কমিউনিটিতে বেশ প্রশংসিত।
পেশায় ব্যবসায়ী, ছয়চল্লিশ বছর বয়সী আনজুম জিয়ার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডকে “নিরাপদ বসবাসের উপযোগী এলাকা” হিসাবে গড়ে তোলা।তিনি তাঁর নির্বাচনী এলাকার অধিবাসীদের যে কোন প্রয়োজনে সার্বক্ষনিক সহযোগীতারও প্রতিশ্রুতি দিয়েছিলেন।তাঁর এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি পাঁচ নভেম্বর,মংগলবার এ–৭ কলামে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করার আহবান জানিয়েছিলেন। ভোটাররা তাঁর আহবানে সাড়া দিয়ে তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এবং তারই ফলস্বরুপ আজ তিনি সিটি কাউন্সিলর হিসাবে শপথ নিলেন। আটলান্টিক সিটির কাউন্সিলর হিসাবে শপথ নেওয়ার পর এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আনজুম জিয়া বলেন, “মহান আল্লাহর কাছে হাজার শুকরিয়া, তাঁর অশেষ রহমতে আমি নির্বাচনে জয়ী হয়ে আজ শপথ নিয়েছি।”
এই নির্বাচনে তাঁকে বিজয়ী করার জন্য তিনি নগরীর পঞ্চম ওয়ার্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটির ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানান। এ ছাড়া নির্বাচনী প্রচারে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের প্রতিও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি তাঁর নতুন দায়িত্ব যাতে সৎ,নিষ্ঠা ও যোগ্যতার সাথে পালন করতে পারেন সেজন্য সবার দোয়া, সমর্থন ও সহযোগীতা কামনা করেন।