রাষ্ট্রপতি পদে সাহাবুদ্দিন চুপ্পু’র মনোনয়ন অসাংবিধানিক
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সাবেক দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দেয়া হয়েছে। তিনি ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সাথে দেখাও করেছেন। তবে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহাম্মেদের উপদেষ্টা জনাব মোখলেসুর রহমান চৌধুরী তার বিশ্লেষণে সাহাবুদ্দিন চুপ্পুর মনোনয়নকে সাংবিধানিকভাবে অবৈধ দাবি করেছেন। তিনি জানান সংবিধানে স্পষ্ট উল্লেখ রয়েছে যিনি দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব পালন করবেন তিনি কখনোই রাষ্ট্র কিংবা ব্যক্তি এমনকি কোন কর্পোরেশনের লাভজনক পদে আর কোনদিন দায়িত্ব পালন করতে পারবেননা।
সংবিধানের ধারা অনুযায়ী সাবেক দুদক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু কোনোভাবেই রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করতে পারবেননা। রাষ্ট্রপতির পদ রাষ্ট্রের জন্য সর্বোচ্চ লাভজনক ও সম্মানজনক পদ।
উল্লেখ্য: আওয়ামী লীগ সংসদীয় দলের (এএলপিপি) বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতির জ���্য মনোনীত প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেয়া হয়েছিল এবং তিনি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে বাছা��� করেছেন। তিনি ইতোমধ্যে তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
News Theme 2 by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 license. https://creativecommons.org/licenses/by/4.0/
Artist: http://audionautix.com/