টঙ্গী-ইপিজেড সড়কে ৮ কিলোমিটার যানজট
0
0
0
টঙ্গী-ইপিজেড সড়কের সাভারের আশুলিয়ার বাইপাইল থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতো দুর্ভোগে পড়েছে ইজতেমামুখী মুসুল্লিরাসহ সাধারণ যাত্রীরা।
বৃহস্পতিবার (০৯ জানুযারি) বেলা ১২টা থেকে এ সড়কে প্রায় ৮ কিলোমিটার ঢাকামুখী লেনে যানজট লক্ষ্য করা যায়। সকাল থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল, জামগড়া, আশুলিয়া ও ধাউর বাসস্ট্যান্ডে যানবাহনের ধীর গতি থাকলেও দুপুর ১টার দিকে তা দাঁড়িয়েছে দীর্ঘ যানজটে।
আশুলিয়া পুলিশ বক্সের ট্রাফিক ইনর্চাজ মশিউর রহমান শুক্রবার (১০ জানুয়ারি) বিশ্ব ইজতেমা। এ উপলক্ষে সারাদেশের মানুষ ইজতেমায় যেতে শুরু করেছেন। টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক দিয়ে উত্তর-পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলার মুসুল্লিরা ইজতেমা ময়দানে যাচ্ছেন। তাই অন্য দিনের তুলনায় আজ গাড়ির চাপ বেশি। এজন্য যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।