আইসিসির বর্ষসেরা ক্রিকেটার স্টোকস
মর্যাদাপূর্ণ গ্যারফিল্ড সোর্বাস পুরস্কার জিতে ২০১৯ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বেন স্টোকস। সেরা টেস্ট ক্রিকেটার হলেন প্যাট কামিন্স আর ওয়ানডে খেলোয়াড় হয়েছেন রোহিত শর্মা। ইংল্যান্ডকে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জেতানোর নায়ক স্টোকস ২০১৯ সালে ব্যাটে বলে ছিলেন উজ্জ্বল। লিডসে অ্যাশেজ ম্যাচে হাতে ১ উইকেটের নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে জয় ছিল এই পেস-অলরাউন্ডারের উল্লেখযোগ্য পারফরমেন্স।
এদিকে আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন রোহিত শর্মা। ২০১৯ সালে ব্যাট হাতে অবিশ্বাস্য ফর্মে ছিলেন হিটম্যান খ্যাত ভারতীয় এই ব্যাটসম্যান। বিশ্বকাপ রেকর্ড সংখ্যাক পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এটাই এক বিশ্বকাপে কোনও ক্রিকেটারের করা সর্বাধিক শতরানের রেকর্ড। সব মিলিয়ে ওয়ানডেতে বছরে ৭টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ২০১৯ সালে ৫৯ টেস্ট উইকেট নিয়ে আইসিসির বিচারে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। টেস্টে এবছর দুর্দান্ত ফর্মে ছিলেন এই পেসার।