বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে অগ্নিকাণ্ড
0
0
0
ঢাকার বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে অগ্নিকাণ্ডে দুইশর মতো ঘর পুড়েছে। শনিবার ভোররাতে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল আহসান জানান।
তিনি বলেন, “সকাল ৭টার সময় আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।” বনানী থানার এসআই শাহীন আলম বলেন, টিঅ্যান্ডটি মাঠের পাশেই বস্তিটি। স্থানীয়রা গোডাউন বস্তি ও বাইদা (বেদে) বস্তি বলে ডাকে।
ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, “আনুমানিক ২ শতাধিক ঘর পুড়ে গেছে।” অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।