রাজধানীতে করোনা চিকিৎসায় যুক্ত হচ্ছে আরো তিন হাসপাতাল
দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) ভয়াবহতা যত বাড়ছে, আক্রান্ত রোগী তত বাড়ছে। রোগী বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে হাসপাতাল ও শয্যাসংখ্যা। এত দিন পর্যন্ত রাজধানীতে করোনা চিকিৎসায় ১০টি হাসপাতাল থাকলেও সরকার আরো তিনটি হাসপাতাল নতুন করে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘হাসপাতালগুলো প্রস্তুত হয়ে গেলেই আমরা সেখানে আমাদের কার্যক্রম শুরু করে দেব।’
ডা. নাসিমা সুলতানা বলেন, ‘দিন দিন আমাদের রোগীর সংখ্যা বাড়ছে। ফলে করোনার জন্য নির্ধারিত হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। সে জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ইমপালস হাসপাতাল ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে করোনার চিকিৎসা দেওয়া হবে। হাসপাতাল তিনটিতে করোনা রোগীদের জন্য মোট ৮৫০ শয্যা বরাদ্দ থাকবে।’
ডা. নাসিমা সুলতানা বলেন, ‘আজই হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসা উদ্বোধন করা হবে। ইমপালস হাসপাতাল বরাদ্দ করা হয়েছে পুলিশের জন্য। তিনটি হাসপাতালই প্রস্তুতির কাজ চলছে। প্রস্তুত হয়ে গেলেই আমরা সেখানে চিকিৎসা প্রদান শুরু করব। প্রয়োজন বোধে ধীরে ধীরে আরো হাসপাতাল ও শয্যাসংখ্যা বাড়ানো হবে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছি।’
অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘এ ছাড়া আগে থেকে বরাদ্দ থাকা ১০টি হাসপাতালেও আরো সুযোগ বৃদ্ধি করার কাজ চলছে। যেখানে যেটা প্রয়োজন, আমরা সেটা করব। যেসব হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ছিল না, সেগুলোতে আইসিইউ সুবিধা যুক্ত করার কাজ চলছে। মোটকথা, আমরা সব দিক ভেবে সামনে এগোচ্ছি।’