বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিদের বিক্ষোভ
0
0
0
বকেয়া বেতন, শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। পুলিশ জানায়, সকাল থেকে গাজীপুরের সাইনবোর্ড, বোর্ডবাজার, কুনিয়া ও মৌচাক তেলিরচালা এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা। এসময় কয়েটি স্থানে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অভিযোগ, গত তিন মাস ধরে এম এ্যান্ড ডাব্লিউ ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ বকেয়া বেতন দিতে টালবাহানা করছেন। তাই পূর্ণ বেতন দেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এসময় শ্রমিকদের সাথে পুলিশের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।