করোনায় সেনাসদস্যের ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৩৪৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সেনাবাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত ৬ জন দেশপ্রেমিক সদস্য মৃত্যুবরণ করেছেন। পাশাপাশি ৩৪৫ জন সদস্য ও তাদের পরিবারবর্গ করোনা শনাক্ত হয়ে ভর্তি হয়েছেন দেশের বিভিন্ন সিএমএইচে।
আইএসপিআর জানিয়েছে, মৃতদের মধ্যে ৪ জন ৭০ বছর ঊর্ধ্ব অবসরপ্রাপ্ত এবং ২ জন কর্মরত সেনা সদস্য। এরা সবাই অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
এদিকে, এ পর্যন্ত ৮৮ জন আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। চিকিৎসা নেয়া বাকি সবাই সুস্থ রয়েছেন। এএফআইপিতে সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় ৩১৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়াও দেশের সব সিএমএইচে পর্যাপ্ত পরিমাণ পিপিই, মাস্ক, গ্লাভস এবং প্রয়োজনীয় ঔষাধিসহ আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জামাদি মজুদ রয়েছে।
পরিকল্পিতভাবে সার্বক্ষণিক প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে বলেও জানিয়েছে আইএসপিআর।