রোমে উৎসবমুখর বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা
0
33
0
রোম থেকে: বিদেশে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার জন্য ইতালির রোমের পিয়াচ্ছা নাভোনাতে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (২১ জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি লা ফেসটা ডেলা মিউজিকা রোমা ২০১৮ এর অংশ হিসেবে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করা হয়। প্রবাসী বাংলাদেশি ছাড়াও দেশি-বিদেশি বহু সংখ্যক পর্যটক সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন।
রোমে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতসহ সব কর্মকর্তা/কর্মচারী ও সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
লা ফেসটা ডেলা মিউজিকা রোমা একটি জনপ্রিয় সঙ্গীত উৎসব যা প্রতি বছর ২১ জুন ইতালিসহ ইউরোপের সব দেশে একযোগে অনুষ্ঠিত হয়।