মহাদেবপুরে ক্যারাম টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ : রোববার (২৪ জানুয়ারী) দিবাগত রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের জন্তিগ্রাম গ্রামে ঐতিহ্যবাহী সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে ক্যারাম টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়।
উপজেলা যুবলীগের নেতা আসন্ন সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তরুণ সমাজসেবক সাঈদ হাসান তরফদার শাকিল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ডের সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি দুলাল হোসেন, ৭নং ওয়ার্ডের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক বাদশা হোসেন, ৮নং ওয়ার্ডের সভাপতি অজিত কুমার, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ৮নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আলতাফ হোসেন, সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নান্নু, ৬নং ওয়ার্ডের নেতা হাবিব, চাঁন্দাশ ইউনিয়ন যুবলীগের নেতা আরিফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ সাহেব, প্রচার সম্পাদক জাহিদ হাসান প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ক্লাবের সভাপতি আবু সাঈদ এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আব্দুস সালাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয়। রোববার ফাইনাল খেলায় আতোয়ার-রায়হান জুটি ২-০ সেটে সোহান-রনি জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
প্রধান অতিথি জন্তিগ্রাম পৌঁছালে এলাকার লোকজন করতালি ও স্লোগানে স্লোগানে মুখরিত করে তাকে স্বাগত জানান।
বক্তব্য দানকালে তিনি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহাদেবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে বাস্তবে একটি মডেল ইউনিয়ন গড়ে তুলবেন।