ভোট ডাকাতির নগ্নতা দেখতে পাচ্ছি: বিএনপি মেয়র প্রার্থী ডা. শাহাদাত
0
0
0
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন নিজ কেন্দ্রে ভোট দিতে এসে বলেছেন, ভেবেছিলাম এ নির্বাচনের মধ্য দিয়ে ভোটের সংস্কৃতি ফিরলেও ফিরতে পারে। হয়তো মানুষ ভোটাধিকার পাচ্ছে এর মধ্য দিয়ে। কিন্তু আমরা এ নির্বাচনে ভোট ডাকাতির নগ্নতা দেখতে পাচ্ছি।
ডা. শাহাদাত হোসেন আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে ভোট দিতে এসে এসব কথা বলেন। ডা. শাহাদাত হোসেন আরও বলেন, আমার কেন্দ্র থেকে এজেন্টে বের করে দেওয়া হয়েছে। ভোট ডাকাতিতে প্রশাসন যন্ত্র ও রাষ্ট্র যন্ত্র মিলে মিশে একাকার হয়ে গেছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, ভোটাররা ভোট কেন্দ্রে আসতে বাধার শিকার হচ্ছে। আমাদের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়নি। পুলিশের কাছে অভিযোগ দিয়েছিলাম। তারা বলছে আমরা কিছু করতে পারবো না।