পাচারকারীদের ফাঁদে দেড়হাজার বাংলাদেশি !
দালালদের খপ্পরে পড়ে প্রতি বছর আফ্রিকার লিবিয়া, ইউরোপ, আমেরিকাসহ যাওয়ার প্রলোভনে কয়েকটি দেশে মানব পাচারকারীদের শিকার হচ্ছেন বাংলাদেশীরা। এরমধ্যে কিছু মানুষ স্বপ্নের দেশে পা রাখতে পারলেও বাকিদের ভাগ্যে নেমে আসছে নির্মম নির্যাতন। তারপরও দেশ থেকে প্রতি বছরই শত শত মানুষ স্বপ্নের দেশগুলোতে পাড়ি জমাতে অবৈধ পথকেই বেছে নিচ্ছে। এ ক্ষেত্রে কেউ ট্রলারে করে, কেউ জঙ্গলে রাত কাটিয়ে মাইলের পর মাইল হেঁটে, আবার কেউবা ঢাকা থেকে আকাশপথে মধ্যবর্তী কোনো দেশে গিয়ে সেখান থেকে গন্তব্য দেশের উদ্দেশ্য পাড়ি জমাচ্ছেন। এ সময় অনেকের স্বপ্ন পূরণের আগেই অকাল মৃত্যু হচ্ছে পথে। খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের লাশও।
সর্বশেষ মার্কিন পররাষ্ট্র দফতর ও ইন্টারপোলের ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে অভিবাসন নিয়ে কাজ করা বেসরকারি একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, গত ২১ মাসে জঙ্গলপথে ইটালি পাড়ি জমানোর উদ্দেশ্যে অন্তত দেড়হাজার বাংলাদেশী মানবপাচারকারীদের ফাঁদে পড়ে। এর আগে অবৈধভাবে দেশটিতে (ইটালি) পাড়ি জমাতে গিয়ে লিবিয়ার মিজদা শহরে ৩০ জন অভিবাসীকে গুলি করে হত্যা করা হয়। যাদের মধ্যে ২৬ জন বাংলাদেশী আর চারজন সুদানি নাগরিক। এ সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হন আরো ১১ বাংলাদেশী।