চিকিৎসার জন্যে সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল
0
0
0
অসুস্থতার জেরে চিকিৎসার জন্যে সিঙ্গাপুরে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল ৮টা ৪০মিনিটে বাংলাদেশ বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা শুরু করেন। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
শায়রুল কবির খান জানান, মহাসচিব সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরের ৪ তারিখে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। আজ আবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন। কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সস্ত্রীক সিঙ্গাপুরে ১৪ দিন কোয়ারন্টিনে থাকতে হবে। তারপর চিকিৎসা শেষ হলে তিনি দেশে ফিরবেন।