সিঙ্গাপুরে চিকিৎসা নিতে ব্যারিস্টার মওদুদ আহমেদ
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গিয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। ১লা ফেব্রুয়ারী সোমবার রাত ১২ টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে তিনি সিঙ্গাপুর যান। বর্তমানে তাকে মাউন্টন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ বিষয়টি নিশ্চিত করেছেন ।
শায়রুল কবির খান জানান, গত ২৯ ডিসেম্বর ব্যারিষ্টার মওদুদ আহমেদ অসুস্থ হলে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসি ইউ-তে ভর্তি করা হয়। পরে গত ৬ জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে হাসপাতালে দেখতে যান। ১৩ জানুয়ারি তাকে সিসিইউ- থেকে কেবিনে স্থানান্তর করা হয়। ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়।
এরপর আবার ২১ জানুয়ারি এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে এখন সিঙ্গাপুর মাউন্টন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে মিসেস হাসনা জসিমউদদীন মওদুদ আহমেদ গিয়েছেন।